আজ ২৬ অক্টোবর-২০২৪,রোজ শনিবার খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের জেলা সভাপতি ও বড় হুজুরের সুযোগ্য দৌহিত্র হাফেজ এমদাদুল্লাহ সিরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন খেলাফত মজলিসের সুযোগ্য মহাসচিব, দেশবরেণ্য লেখক ও রাজনীতিবিদ ডক্টর অধ্যাপক আহমদ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের নায়েবে আমির জনাব মাওলানা আহমদ আলী কাসেমী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন মহাসচিব জনাব এ বি এম সিরাজুল মামুন।
বক্তব্য রাখেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আলী আজম,খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইয়াসিন আহমদ নোমানী মাওলানা আবুল ফজল ভূইয়া, মাওলানা আকবর হোসাইন, ইসলামি যুব মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক মুফতি জসিম মাহমুদ পাঠান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মহম্মদ জাকারিয়া হোসেন জাকির,ইসলামের যুব মজলিস ভৈরব শাখার প্রতিনিধি সাইফুল ইসলাম সাহাল,মাওলানা মাসুদ,মাওলানা আলামিন ভূইয়া, মাওলানা বোরহান সিরাজী মাওলানা মোঃ ঈশা খান সোহেল, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আলাউদ্দীন আইয়ুবী,মাওলানা আবুল হাসান আনসারী, মাওলানা সিয়াম বিন শহিদ সহ উপজেলা ও জেলা নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে বক্তাগণ দলীয় শৃঙ্খলা ও ধারাবাহিক,কার্যকর দলীয় কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন এছাড়াও ছাত্র-জনতার গণ-বিপ্লবে শহীদগণকে জাতীয় বীরের মর্যাদায় আখ্যায়িত করে তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ সহ আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান। প্রধান অতিথি উনার বক্তব্যে কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সহ আগামী নির্বাচনে কার্যকর পদক্ষেপের ব্যাপারে গুরুত্বপূর্ণ রুপরেখা প্রদান করেন।